বন্যার্তদের পাশে ‘আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন’

উজানের পানি ও ভারী বর্ষণে ভয়াবহ বন্যা দেখল বাংলাদেশ। বিশেষত সর্বশেষ হালুয়াঘাট, ধোবাউড়ায় ময়মনসিংহ জেলার মানুষ এই বন্যায় অবর্ণনীয় ক্ষতির সম্মুখীন হয়েছেন। আর এই ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন দেশের অসংখ্য মানুষ ও সংগঠন। পিছিয়ে নেই দাতব্য সংস্থাগুলোও। এমনই একটি সংস্থা ‘আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন’। শুকনো খাবার, বিশুদ্ধ পানি নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে এছাড়াও উদ্ধার ও ত্রাণ তৎপরতায় প্রশংসনীয় ভূমিকা পালন করে চলছে সংস্থাটি।

শুক্রবার (১১ই অক্টবর) ময়মনসিংহ জেলার হালুয়াঘাট, ধোবাউড়ায় ‘আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন’ ময়মনসিংহ জেলা কমিটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ত্রাণ বিতরণ শুরু করেন ।

ত্রাণ কার্যক্রমে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ হৃদয় হোসাইন সাধারণ সম্পাদক এছাড়া মোঃ ইয়াসিন আরাফাত, সভাপতি, মোঃ শাওন আহমেদ, সহ-সভাপতি মোঃ আবু হানিফ,সহ -সভাপতি, মোঃ খালিদ হাসান,সাংগঠনিক সম্পাদক, মোঃ সাদেকুর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক,মোঃ আলী হোসেন,সহ-সাধারণ সম্পাদক, মোঃ ফরহাদ মিয়া,প্রচার সম্পাদক,আঃ মোতালেব,দপ্তর সম্পাদক,মাহমুদুল হাসান,ধর্ম বিষয়ক সম্পাদক, মোঃ শাহীন শেখ,অর্থ বিষয়ক সম্পাদক, মোঃ সুমন মিয়া,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, সহ সংগঠনের অন্যান্য সদস্য বৃন্দ নিয়োজিত ছিলেন।

Md. Shawon

VIEW ALL POSTS

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *