“ছাত্র আন্দোলন অভাবিত সাফল্য সম্মাননা প্রদান আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশনের”

সেভবিডি ও শিক্ষার্থীদের নিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইনী সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন।

শনিবার (৭ই সেপ্টেম্বর) বনশ্রী নাজনীন কমিউনিটি সেন্টারে সম্মিলিতভাবে জাতীয় সংগীত পরিবেশন করা হয় পরে বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ছাত্র আন্দোলন অভাবিত সাফল্য সম্মাননা সার্টিফিকেট প্রদান করা হয়। সংস্থার নির্বাহী পরিচালক মোঃ শাহাদাৎ হোসেন শাওন এর সঞ্চলয়নে এবং অতিরিক্ত নির্বাহী পরিচালক মোস্তফা ফয়সালের পরিচালনায় প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার চেয়ারম্যান গোলাম মোস্তফা জেমস, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার সিনিয়র ভাইস চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান, পরিচালক সবুজ মাহমুদ,সাদ্দাম হোসেন নিঝুম, অলিউল্লাহ, লায়ন হেলাল উদ্দিন হিলু,স্বেচ্ছাসেবক ছাত্র সংসদ এর হাবিবুর রহমান পরশ, মোঃ মাঝারুল ইসলাম, এস এম জাকিউল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী খন্দকার এস ডি শাখায়েত সহ সাংবাদিক, মানবাধিকার কর্মী ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে বলেন শিক্ষার্থীদের উজ্জীবিত করার পাশাপাশি তাদের সফলতার জন্য বিভিন্ন পরামর্শ প্রদান করেন। তিনি বলেন, “আপনাদের অর্জন শুধু আপনার ব্যক্তিগত নয়, এটি আমাদের সমাজ ও দেশের জন্যও এক বিশাল অর্জন। আমরা আশাকরি, আপনারা সমাজে ইতিবাচক পরিবর্তন আনার জন্য সর্বদা সক্রিয় থাকবেন।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ পরিকল্পনা এবং লক্ষ্য সম্পর্কে কথা বলেন এবং নিজেদের লক্ষ্য অর্জনে সবার সহযোগিতা কামনা করেন। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের সম্মাননা সার্টিফিকেট প্রদান করা হয়।

এই আয়োজনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের অর্জনের জন্য সন্তোষ প্রকাশ করে বলেন, এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে তাদের আরো প্রেরণা ও সাহস পেতে সহায়ক ভূমিকা পালন করেছে।

বক্তরা সেভবিডি ও শিক্ষার্থীদের নতুন বিজয়ের শুভেচ্ছা জানিয়ে বলেন ছাত্র আন্দোলনে যেখানে লাঠি হাতে অধিকার আদায়ে নেমেছিলেন সেই তারাই মাঠে ভিন্ন ভূমিকায় ছিলেন। যারা ছিলেন কলম হাতে নিজের সুন্দর জীবন গঠনের পথে, তারাই নেমেছিলেন সুন্দর নগরী গড়তে। সরকার পতনের পর দেশে চলমান অস্থিরতায় বিভিন্ন স্বেচ্ছাসেবী ও শিক্ষার্থীরা মাঠে নেমেছিলেন ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা অভিযান।

Md. Shawon

VIEW ALL POSTS

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *