আসক ডেক্স:
অদ্য ১১/০৭/২০২৪ তারিখ আন্তর্জাতিক মানবধিকার সংস্থা আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশনের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল স্ব-রাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সহযোগিতায় দুইজন কারাবন্দীর আইনি সহায়তায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে গমন করেন এবং সাজাপ্রাপ্ত একজন এবং কয়েদি একজন বন্দির সরাসরি বক্তব্য গ্রহণ করেন।
কারাগারে বন্দি দরিদ্র বিচারপ্রার্থীদের বিনামূল্যে আইনি সহায়তা গ্রহণের বিষয়ে ঢাকা কেন্দ্রীয়়় কারাগারে জেলার মোঃ নাশির আহমেদের সাথে আলোচনা হয়। আসক বাংলাদেশের অসহায়, নির্যাতিত, নিপীড়িত মানুষের আইনগত সহায়তা প্রদান করে আসছে। প্রতিবছর সরকার বিশেষ ক্ষমার আওতায় সারাদেশের কারাগারে আটক কয়েদিদের নামের তালিকা তৈরি করে তাদের মুক্তি দেওয়ার বিষয়টি বাস্তবায়ন করে থাকে।
সরকারের পাশিপাশি বেসরকারি সংস্থা আইনগত সহায়তা প্রদান করলে অনেক অসহায় কারবন্দিরা সাভাবিক জীবন ফিরে পেতে পারে। আইনগত এই সহায়তা কার্যক্রম সম্পর্কে জনগণকে আরও সচেতন করতে হবে। দীর্ঘদিন কারাভোগের পর মুক্তি পাওয়া ব্যক্তির পুনর্বাসনে বেসরকারি সংস্থাগুলোর কাজ করার সুযোগ রয়েছে। পুনর্বাসনের বিষয়ে বেসরকারি সংস্থাগুলির পক্ষ থেকে তহবিল গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়।
বেসরকারি সংস্থাগুলোর এ বিষয় নিয়ে (সামাজিক পুনর্বাসন) যথেষ্ট কাজ করার সুযোগ আছে। আইনগত সহায়তা সম্পর্কে প্রচারণায় মানবাধিকার সংস্থা কাজ করতে পারে। আগামীতে বিভিন্ন এনজিও সহযোগিতায় সারা বাংলাদেশের কারাগারে বন্দি দরিদ্র বিচারপ্রার্থীদের বিনামূল্যে আইনি সহায়তা দিতে পারে সে বিষয়ে আসক কাজ করবে বলে জানানো হয়।
উল্লেখ্য সাজাপ্রাপ্ত একজন এবং কয়েদি একজন বন্দির আইনগত সহায়তার প্রয়জনিয় ব্যাবস্থা গ্রহণের জন্য আসক এর পক্ষ থেকে কার্যক্রম গ্রহনের জন্য মামলার বিবরণী নেওয়া হয়। উক্ত সময় আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশনের অতিরিক্ত নির্বাহী পরিচালক মোঃ শাহাদাত হোসেন শাওন, প্রতিষ্ঠাতা পরিচালক মোস্তফা ফয়সাল, কো অর্ডিনেটর ইমতিয়াজ আহমেদ সহ অনন্যা সদস্য উপস্থিত ছিলেন।