গত ১৬/০৫/২০২৪ ইং তারিখ চট্টগ্রাম শিল্পকলা একাডেমীর গেইটের সামনে ১৪/১৫ বৎসরের একটি মেয়ে প্রায় ২০/২৫ দিন/রাত অনাহারে দিন অতিবাহিত করছিল । চট্টগ্রাম বিটিভির উপস্থাপিকা জৈনেকা আখি আসক ওয়েবসাইট থেকে ফোন নাম্বার সংগ্রহ করে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন এর অতিরিক্ত নির্বাহী পরিচালক জনাব শাহাদাত হোসেন শাওন সাহেবকে জানালে সংস্থার প্রধান কার্যালয় থেকে চট্টগ্রাম বিভাগের উপপরিচালক কে এম আলী আকবর কে নির্দেশনা দেওয়া হলে তৎখানিক বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফারুক মাহমুদ সহ উপ-পরিচালক কে এম আলী আকবর সহ মানবিক যোদ্ধারা ছুটে যায়। পরবর্তীতে তথ্য অনুসন্ধানে জানা যায় মেয়েটির নাম সাইএন্তি দাশ মুন এবং সে খাস্তগীর স্কুলের ছাত্রী। বর্তমানে সংস্থার পক্ষ থেকে উজ্জ্বল দাশ ও আঁখি মেডামের তত্ত্বাবধানে রাখা হয়েছে। মেয়েটিকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে পূর্ণবাসন করার পরামর্শ ও আলোচনা চলছে। সহৃদয়বান কোন ব্যক্তি চিনতে পারলে যোগাযোগ করিবেন।