
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর কেন্দ্রীয় নেতৃত্বে বড় পরিবর্তন এসেছে। সংগঠনের ২০২৬-২০২৭ মেয়াদে ৪৬ সদস্য বিশিষ্ট নতুন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এই নতুন কমিটিতে কেন্দ্রীয় সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বাপা’র খুলনা জেলা শাখার সমন্বয়কারী ও জাতীয় পরিষদ সদস্য অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার।
গত ১৮ জানুয়ারি (রবিবার) সন্ধ্যা ৭টায় রাজধানীর বাপা কেন্দ্রীয় কার্যালয়ে নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। বাপা’র ৯ ও ১০ জানুয়ারির জাতীয় সম্মেলন পরবর্তী ১১ জানুয়ারির সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী দুই বছরের জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
সংগঠনের সহ-সভাপতি ও ‘বেন’-এর প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সর্বসম্মতিক্রমে অধ্যাপক নূর মোহাম্মদ তালুকদারকে সভাপতি এবং মো. আলমগীর কবিরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
নবগঠিত ৪৬ সদস্যের এই শক্তিশালী কমিটিতে দেশের বিশিষ্ট পরিবেশবিদ ও বুদ্ধিজীবীরা স্থান পেয়েছেন। কমিটির উল্লেখযোগ্য সদস্যদের মধ্যে রয়েছেন অধ্যাপক এম. ফিরোজ আহমেদ, অধ্যাপক ড. মোহাম্মদ খালেকুজ্জামান, অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান (সিপিডি), খুশি কবির, অধ্যাপক আনু মুহাম্মদ, স্থপতি ইকবাল হাবিব এবং গহর নঈম ওয়ারা প্রমুখ।
খুলনার কৃতি সন্তান অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়ায় খুলনার পরিবেশবাদী বিভিন্ন সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন। নবনির্বাচিত কমিটির সদস্যরা আগামী দুই বছর দেশে পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জনমত গঠন ও নীতি নির্ধারণী পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।
মানবিক মূল্যবোধ ও ন্যায়ের পক্ষে দাঁড়াতে মানবাধিকার সংস্থায় সদস্য হয়ে আমাদের সঙ্গে পথ চলুন
AINE SOHAYATA KENDRO ASOK FOUNDATION