বরাবর,
মোঃ আক্তার হোসেন আকাশ
পরিচালক (মানব সম্পদ উন্নয়ন)
আইনী সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন।
বিষয়: ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালকের সাথে অশোভন আচরণের কারণে সাময়িক বহিষ্কার।
জনাব,
আইনী সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক মোঃ শাহাদাত হোসেন শাওন এর সাথে আপনি শোভনীয় আচরণবিধি লঙ্ঘন করে অশোভন আচরণ করেছেন, যা সংগঠনের শৃঙ্খলা, মর্যাদা এবং নীতিমালার পরিপন্থী।
ট্রাস্ট আইন অনুযায়ী আসক ফাউন্ডেশনের গঠনতন্ত্রের ৯ নং ধারার ৪ ও ৫ উপধারার বিধান অনুসারে, আপনার এই আচরণ সংগঠনের গঠনতন্ত্র ও আচরণবিধির গুরুতর লঙ্ঘন হিসেবে গণ্য হয়েছে।
এ কারণে, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী আপনাকে এই মর্মে তাৎক্ষণিকভাবে সাময়িক বহিষ্কার করা হলো। এই সময়কালে আপনি সংগঠনের কোনো কার্যক্রমে অংশগ্রহণ, দায়িত্ব পালন বা পদবি ও ক্ষমতা ব্যবহার করতে পারবেন না।
একই সাথে আপনাকে এই মর্মে অবহিত করা যাচ্ছে যে, কেন আপনাকে স্থায়ী বহিষ্কার করা হবে না, সে বিষয়ে লিখিত ব্যাখ্যাসহ কারণ দর্শানো নোটিশ আগামী ৭ (সাত) কার্যদিবসের মধ্যে নির্বাহী পরিচালকের নিকট জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে কারণ দর্শাতে ব্যর্থ হলে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী আপনার বিরুদ্ধে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
সংগঠনের শৃঙ্খলা, নীতি ও ভাবমূর্তি রক্ষার্থে এই সিদ্ধান্ত কার্যকর হলো।
মোঃ শাহাদাত হোসেন শাওন
অতিরিক্ত নির্বাহী পরিচালকআ
ইনী সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন
প্রতিলিপিঃ
১. কো-চেয়ারম্যান, আইনী সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন
২. কার্যনির্বাহী পরিষদ, আইনী সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন
৩. জেলা প্রশাসক মহোদয়, ফরিদপুর জেলা
৪. পুলিশ সুপার মহোদয়, ফরিদপুর জেলা
৫. সংশ্লিষ্ট নথি সংরক্ষণ।