অদ্য ০৬ আগস্ট ২০২৫ স্থানীয় বীজ প্রত্যয়ন এজেন্সী অফিস, পশ্চিম মেড্ডা, সিও অফিস চত্বর, ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইনী সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন এর উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া জেলা নারী উদ্যোক্তা কমিটির কার্যনির্বাহী পরিষদের পরিচিতি সভা আজ এক উৎসবমুখর ও উজ্জ্বল পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিফাত মোঃ ইশতিয়াক ভূঁইয়া, উপজেলা নির্বাহী অফিসার, ব্রাহ্মণবাড়িয়া সদর। তিনি কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন, যা ছিল অনুষ্ঠানের এক আবেগঘন ও স্মরণীয় মুহূর্ত।
তিনি বলেন,"নারী উদ্যোক্তারা দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। নারী যখন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হন, তখন পরিবার, সমাজ ও রাষ্ট্র উপকৃত হয়। এই উদ্যোগের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার নারীরা নতুন করে তাদের আত্মবিশ্বাস ও নেতৃত্ব দেখাবে বলে আমি বিশ্বাস করি। প্রশাসন সবসময় নারী উন্নয়নের সঙ্গে রয়েছে।”
সভাপতিত্ব করেন মোঃ শাহাদাত হোসেন শাওন, অতিরিক্ত নির্বাহী পরিচালক, আসক ফাউন্ডেশন। তিনি তাঁর বক্তব্যে বলেন, “নারীর ক্ষমতায়ন মানবাধিকার প্রতিষ্ঠার অন্যতম ভিত্তি। আমাদের এই জেলা কমিটির লক্ষ্য শুধু উদ্যোক্তা তৈরি নয়, বরং নেতৃত্বদানের উপযোগী নারীদের প্রস্তুত করা—যাঁরা অন্য নারীদের পথ দেখাতে পারবেন। আসক ফাউন্ডেশন সবসময় এই পথে সহযাত্রী থাকবে।”
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গোলাম মোস্তফা জেমস্, চেয়ারম্যান, আসক ফাউন্ডেশন। তিনি বলেন,“আমরা বিশ্বাস করি, মানবাধিকার রক্ষা ও নারীর সামাজিক মর্যাদা বৃদ্ধির জন্য তাদের আর্থিক সক্ষমতা অপরিহার্য। এই পরিচিতি সভা কেবল আনুষ্ঠানিকতা নয়—এটি নারীর অগ্রযাত্রার একটি ভিত্তিপ্রস্তর। উদ্যোক্তা কমিটির প্রতিটি সদস্য যেন এক একজন চ্যাম্পিয়ন হয়ে উঠতে পারেন, সেটিই আমাদের প্রত্যাশা।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আসক ফাউন্ডেশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ: এস এম মেহেদী হাসান – ভাইস চেয়ারম্যান,মোঃ সোহেল মিয়া – কেন্দ্রীয় পরিচালক (ব্যবস্থাপনা),আক্তার হোসেন আকাশ – কেন্দ্রীয় পরিচালক (মানব সম্পদ উন্নয়ন),রাজিয়া সুলতানা লিজা – কেন্দ্রীয় পরিচালক (মহিলা ও শিশু বিষয়ক),নাইমা আক্তার উর্মি – সভাপতি, জেলা মহিলা কমিটি,লাইলা সুলতানা – সাধারণ সম্পাদক, জেলা মহিলা কমিটি,ওসমান গণি, জাহাঙ্গীর আলম রিজভী, ঈশা মল্লিকসহ অন্যান্য নেতৃবৃন্দ ও নারী উদ্যোক্তারা।
অনুষ্ঠানে বক্তারা নারী উদ্যোক্তাদের উন্নয়নের লক্ষ্যে ভবিষ্যতে আরও প্রশিক্ষণ, আইনি সহায়তা, সামাজিক সচেতনতা ও প্রযুক্তিগত সহায়তার প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠান শেষে নতুন কমিটির সদস্যদের পরিচিতি ও কার্ড বিতরণ করা হয় এবং সকলে একসাথে নারীর ক্ষমতায়ন ও মানবাধিকারের পথে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।