রাশিয়ায় অনুষ্ঠিতব্য গ্লোবাল ডিজিটাল ফোরামে অংশ নিচ্ছে আসক সহ বাংলাদেশ প্রতিনিধি দল

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন সহ বাংলাদেশের প্রযুক্তি উদ্যোক্তা ও প্রযুক্তিবিদদের একটি প্রতিনিধি দল আগামী ৫-৬ জুন রাশিয়ার নিজনি নভগোরোদে অনুষ্ঠিতব্য ‘গ্লোবাল ডিজিটাল ফোরাম (জিডিএফ) ২০২৫’ এ অংশ নিতে যাচ্ছে। ৭০টিরও বেশি দেশের প্রায় ১,০০০ প্রযুক্তি বিশেষজ্ঞ সরাসরি এবং ১০ হাজার অনলাইন অংশগ্রহণকারী নিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

 

ফোরামের মূল আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে- ডিজিটাল প্রযুক্তির ভবিষ্যৎ, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা এবং ডিজিটাল সার্বভৌমত্ব। ফোরামজুড়ে থাকবে প্রদর্শনী, ইন্টারেক্টিভ ওয়ার্কশপ, এবং নানা সাংস্কৃতিক আয়োজন। বাংলাদেশ থেকে ২০ জনের বেশি তরুণ ও উদ্যমী প্রযুক্তি উদ্যোক্তা সম্মেলনে সরাসরি অংশ নিচ্ছে। সম্মেলন শেষে অংশগ্রহণকারীদের অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা দেশে প্রযুক্তিনির্ভর নতুন উদ্যোগ, দক্ষতা বিকাশ এবং উদ্ভাবনী প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার নিরাপত্তার মতো বিষয়গুলো দেশের ডিজিটাল কৌশল ও নীতিমালাকে আরও সমৃদ্ধ করবে।

 

এ আয়োজনে বাংলাদেশ প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখবেন আইনী সহায়তা কেন্দ্র  আসক ফাউন্ডেশন এর অতিরিক্ত নির্বাহী পরিচালক মোঃ শাহাদাৎ হোসেন শাওন, সাবের শাহ এবং আবদুল্লাহ আল আরাফ। এছাড়াও সম্মেলনে অংশ নিচ্ছে অধ্যাপক ড. রাকিবুল হক, মোহাম্মদ কাওছার উদ্দীন, ফাহাদ বাদশাহ, শাহরিয়া সাব্বির, মারুফ হোসেন, রাহাত উদ্দিন, গোলাম কিবরিয়া, মেহেদি হাসান, রায়হান নেওয়াজ, মোহাম্মদ বায়েজিদ, খান মোহাম্মদ নাকিব, ফয়সাল কানন, মোহাম্মদ জুবায়ের হোসেন প্রমুখ।

Md. Shawon

VIEW ALL POSTS

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *