আসক ফাউন্ডেশনের মানববন্ধনে ফিলিস্তিনে গণহত্যার দোসরদের বিরুদ্ধে মুসলমানদের ঐক্যবদ্ধ হবার আহ্বান

গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদ জানিয়ে ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে বক্তারা বলেছেন, একটা জাতির ওপর এভাবে দিনের পর দিন হত্যাযজ্ঞ চালানো হচ্ছে। কিন্তু বিশ্বের মুসলিম উম্মাহ ও সংগঠনের কোনো টনক নড়ছে না। তাঁরা ফিলিস্তিনি মানুষের মুক্তি চান। দ্রুত স্বাধীন ফিলিস্তিন দেখতে চান। সেই লক্ষ্যে ফিলিস্তিনে গণহত্যার দোসরদের বিরুদ্ধে মুসলমানদের ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান বক্তারা।

শনিবার (১২ এপ্রিল) সকালে সাহেব বাজার জিরো পয়েন্টে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আসক আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেছেন উপস্থিত বক্তারা।

বক্তারা আরও বলেন- ভারতে মুসলিমদের উপর হামলার প্রতিবাদ জানান এবং মুসলিমদের রক্ষায় বর্তমান সরকারকে কার্যকর ও শক্তিশালী কুটনৈতিক ভূমিকা রাখতে হবে।

এসময় আইন সহায়তা কেন্দ্রের কেন্দ্রীয় পরিচালক আইয়ুব আলী তালুকদার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন- আসকের সম্মানিত উপদেষ্টা, বিশিষ্ট সাংবাদিক এ্যাডঃ মোস্তাফিজুর রহমান খান আলম,বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, সিনিয়র সাংবাদিক ও ক্যাব রাজশাহীর সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মো. আসলাম-উদ-দৌলা, আসকের উপদেষ্টা সাইদুর রহমান, আসকের পরিচালক সালাউদ্দিন মিন্টু, বাংলাদেশ সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক ফজলুল করিম বাবলু, লেখক ও সংগঠক হুমায়ূন কবির পিন্টু, রাজশাহী বস্ত ব্যবসায়ী সমিতির সভাপতি শ্রী অশোক শাহ, মহানগর কাঁচা বাজার সমিতির সভাপতি আনোয়ার হোসেন দিপক, কিশোর-কুড়ি মেলার প্রতিষ্ঠাতা রজব আলী মন্ডল, মহানগর পাদুকা ব্যবসায়ী সমিতির সভাপতি শফিকুর রহমান রিপন, ক্রীড়া প্রশিক্ষণ মাহমুদুন নবি তুষার,নিউমার্কেট ব্যাবসায়ী সমিতির নেতা সওদাগর মাজদার আলী সহ ব্যাবসায়ী সামাজিক সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যাক্তিবর্গ।

অনুষ্ঠানটি সুষ্ঠু সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় কেন্দ্রীয় কমিটির পক্ষে আইয়ুব আলী তালুকদার সকলকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Md. Shawon

VIEW ALL POSTS

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *