আসক গাজীপুর মহানগর কমিটির উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন গাজীপুর মহানগর কমিটির উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে শাড়ি লুঙ্গি বিতরণ।

গাজীপুরে দুস্থ ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এগিয়ে এলো আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন। শুক্রবার (২৮-০৩-২০২৫ ইং তারিখ ), গাজীপুর মহানগর কমিটির উদ্যোগে, মহানগরের টঙ্গী পশ্চিম থানাধীন, গাজীপুরা সাতাইশ, জমজম টাওয়ারের সামনে, এলাকার ১ শত আসহায়, হতদরিদ্র, নারী পুরুষের মাঝে বিতরণ করা হলো শাড়ি ও লুঙ্গি।

সংগঠনের মহানগর কমিটির সভাপতি মোঃ বাবলু মিয়ার সভাপতিত্বে, ও সহ-সভাপতি মোঃ শাহিন আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ গোলাম মোস্তফা জেমস্, চেয়ারম্যান – আইনী সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এস. এম. মেহেদী হাসান, সিনিয়র ভাইস চেয়ারম্যান, আইনী সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন ও মোঃ সোহেল মিয়া, পরিচালক (ব্যবস্থাপনা) আইনী সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন, এ সময় আরো উপস্থিত ছিলেন, আসক মহানগর কমিটির সকল সদস্য এবং এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় প্রধান অতিথি, সংগঠনের চেয়ারম্যান, মোঃ গোলাম মোস্তফা জেমস্ বলেন, আমরা দীর্ঘদিন ধরে সমাজের অবহেলিত ও দুস্থ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। আমাদের আজকের এই ক্ষুদ্র প্রয়াস, এই শাড়ি ও লুঙ্গি বিতরণ কর্মসূচি, তারই একটি অংশ। আমরা মনে করি, সমাজের বিত্তবানদের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংস্থাগুলো যদি এভাবে এগিয়ে আসে, তাহলে অসহায় মানুষেরা কিছুটা হলেও উপকৃত হবে। আমাদের এই কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

এসময় ঈদ উপহার হিসেবে শাড়ি পেয়ে একজন নারী বলেন, এই শাড়িটা পেয়ে আমার খুব উপকার হলো। অনেক দিন ধরে একটা ভালো কাপড়ের অভাব ছিল। আল্লাহ তাদের ভালো করুক যারা আমাদের এটা দিলো।

একজন পুরুষ বলেন, লুঙ্গিটা আমার খুব দরকার ছিল। কাজ করতে সুবিধা হবে। আসক ফাউন্ডেশনকে ধন্যবাদ।

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *