বাণী

পৃথিবীর সুষ্টিলগ্ন থেকেই আমরা পরষ্পর একে অন্যের প্রতি নির্ভরশীল। হুদায়বিয়ার সন্ধি থেকে সংবিধান, সকল বিষয় গুলোই পারস্পারিক সম্পর্কযুক্ত। মানুয়ের মৌলিক চাহিদা নিশ্চিত করার ক্ষেত্রে যে সামাজিক আইন বা মাধ্যম গঠিত হয়েছে তারই ফলশ্রুতিতে গঠন করা হয় মানবাধিকার। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের আন্তিকে চেতনাকে পূঞ্জিভূত করার যে প্রয়াস রচিত হয়েছে তারই একটি উদাহরণ “আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন”। আমরা গণমানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং বিনা বিচারে অর্ধনমিত মানুষকে আলোর বার্তা পৌছে দেওয়ার এক অভিপ্রায় নিয়েই আমাদের কাজ।
মানবতায়, সহযোগিতায়, সুরক্ষায় আমরা সর্বদায় সচেষ্ট।

এস এম মেহেদী হাসান
সিনিয়র ভাইস চেয়ারম্যান
আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন।

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *