তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ধর্ষণের বিচার চাই,

সমাজে সাধারণত যেসব অন্যায়-অপকর্ম ও অপরাধমূলক কর্মকাণ্ড ঘটে, তার মধ্যে নিকৃষ্ট ও ঘৃণ্য হচ্ছে ধর্ষণ। নারী নির্যাতন রোধে বিভিন্ন আইন ও তাতে শাস্তির বিধান থাকলেও সামাজিক অবক্ষয়ের কারণে নারীর ওপর সহিংসতা দিনদিন বাড়ছেই। ছোট-বড় সব নারীর সম্মান রক্ষা করা সমাজের নৈতিক দায়িত্ব এবং নারীর ওপর সহিংসতা বন্ধে জনসচেতনতা সৃষ্টির বিষয়টিও এখানে গুরুত্বপূর্ণ।

মাগুরায় বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার হয়েছে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। বৃহস্পতিবার (৬ মার্চ) মাগুরা নিজনান্দুয়ালী চরপড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বোনের শ্বশুর হিটু শেখকে (৫০) আটক করেছে পুলিশ।

 

প্রতিবেশীরা জানান, গত চার দিন আগে পার্শ্ববর্তী জারিয়ারটাক গ্রাম থেকে শিশুটি তার বোন দুলাভাইয়ের বাড়িতে বেড়াতে আসে। আজ (বৃহস্পতিবার) সকালে শিশুটির বোনের কান্নাকাটি শুনে প্রতিবেশীরা এগিয়ে গেলে ঘরের মধ্যে অসুস্থ অবস্থায় গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন দেখতে পায়। পরে তাকে মাগুরা ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

 

 

ঘটনাস্থল পরিদর্শন শেষে মাগুরার পুলিশ সুপার মিনা মাহমুদা জানান, প্রাথমিকভাবে ধর্ষণের অভিযোগে শিশুটির বোনের শ্বশুর হিটু শেখকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বাচ্চা একটা মেয়ে। মাত্র তৃতীয় শ্রেণীতে পড়ে। রমজানের ছুটিতে মায়ের কাছে বায়না করে বলে, বোনের শশুর বাড়িতে বেড়াতে যাবে। মা বাধ্য হয়ে ছোট মেয়েকে বড় মেয়ের শশুর বাড়িতে রেখে আসেন।

সেখানেই বোনের শশুর দ্বারা ধ*র্ষণের স্বীকার হয় এই বাচ্চা মেয়েটা!

বোনের শশুর। মানে তালুই। এই তালুই তো বাবার মতোই তাই না? যেখানে তার এই বাচ্চা মেয়েটাকে স্নেহ করা উচিত ছিল, আদর করে চকলেট কিনে দেওয়া উচিত ছিল, সন্ধ্যায় কাছে বসিয়ে ভূতের গল্প শোনানো উচিত ছিল, সেখানে তিনি রাক্ষসের ভূমিকায় অবতরণ করে বাচ্চা মেয়েটাকে ধ*র্ষন করলেন।

একটা ভিডিওতে হাসপাতালের ইমারজেন্সি বেডে এই বাচ্চা মেয়েটাকে যেভাবে কাতরাতে দেখলাম, আমরা সম্পূর্ণ ভিডিও শেষ করতে পারিনি। আমাদের চোখ ভিজে গেছে!

প্ৰিয় তৌহিদী জনতা, দয়া করে ওড়না আর স্তন থেকে বের হয়ে মাগুরার এই ঘটনায় ফোকাস করেন। আজকে আইনের বাইরে গিয়ে যেভাবে আপনারা অর্ণবকে ছাড়িয়ে আনলেন, একইভাবে আইনের বাইরে গিয়ে এই ধ*র্ষকের প্রকাশ্যে ফাঁ*সি দিয়ে দেখান! ধর্ষণের ঘটনার সঙ্গে যুক্তদের দলীয় অপরাধী হিসেবে যথাযথ বিচারের সম্মুখীন করা হোক

Md. Shawon

VIEW ALL POSTS

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *