ঢাকা মহানগর উত্তর আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশনের এক বছরের জন্য কমিটি অনুমোদন দেওয়া হয়েছে, এতে সভাপতি হিসেবে তরিকুল ইসলাম শিবলী এবং সাধারণ সম্পাদক হিসেবে নাজমুল ইসলাম মন্ডলকে দায়িত্ব দেওয়া হয়েছে । কমিটি আগামী ১ বছর দায়িত্ব পালন করবেন।
৩০ ডিসেম্বর সোমবার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন এর চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা ও অতিরিক্ত নির্বাহী পরিচালক শাহাদাৎ হোসেন শাওনের স্বাক্ষরিত ১৮ সদস্য বিশিষ্ট একটি কার্য নির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি এইচ এম মাহমুদ হাসান, সহ-সভাপতি, গোলাম রব্বানী, সহ-সভাপতি লিটন মিয়া, সহ-সভাপতি আবু কালাম।
যুগ্ম সাধারণ সম্পাদক, আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সোহাগ, দপ্তর সম্পাদক, শাকিল হোসেন ফারুকী, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, মোহাম্মদ সানোয়ার, আইন বিষয়ক সম্পাদক, শাহ আলম, নারী ও শিশু বিষয়ক সম্পাদক রুমানা সানজু,ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোছাঃ বৃষ্টি আক্তার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোছাঃ ফাতেমাতুজ্জ জোহরা মীম, সদস্য সাহিদুর রহমান, সদস্য মোঃ রুবেল মিয়া। কমিটিতে মোঃ সাহেব আলী মল্লিক ও মোঃ মোজাম্মেল হক (মোজা) কে উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে।
মানবিক মূল্যবোধ ও ন্যায়ের পক্ষে দাঁড়াতে মানবাধিকার সংস্থায় সদস্য হয়ে আমাদের সঙ্গে পথ চলুন
AINE SOHAYATA KENDRO ASOK FOUNDATION