১৮ই মে ২০২৪ তারিখ রাতে স্বরাষ্ট্র মন্ত্রীর বাসভবনে আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশনের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত হয়। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান এবং আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশনের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের পক্ষে চেয়ারম্যান গোলাম মোস্তফা জেমস, সংস্থার কো চেয়ারম্যান মোঃ আতাউর রহমান, অতিরিক্ত নির্বাহী পরিচালক মোঃ শাহাদাত হোসেন শাওন, পরিচালক আরাফাত সুলতান বৈঠকে উপস্থিত ছিলেন।
আলোচ্য বিষয় এর মধ্যে কারা বন্দিদের বিনামূল্যে আইনগত সহায়তা প্রদান, দেশি ও বিদেশী দাতা সংস্থার বিষয়ে এবং মানবাধিকার ও আইন- শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রীর সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হয়। পাশাপাশি, মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় প্রতিকার নিশ্চিতের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ব্যাপারে পরামর্শ প্রদান করেন।