
গত ৩০/০৪/২০২৩ ইং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন এর পক্ষ থেকে চট্টগ্রামের অভিযোগের ভিত্তিতে তথ্য অনুসন্ধান ও আইনি সহায়তা প্রদানে কার্যক্রম।
তথ্য অনুসন্ধান ও সমঝোতা

১ম পর্ব

সি এমপির ইপিজেড এলাকা বন্দর উপ পুলিশ কমিশনারের অনুমতির আবেদনের পরিপ্রেক্ষিতে ইপিজেড থানা অফিচার্স ইনচার্জ জনাব মো. হোসাইন এর সহযোগিতায় ইপিজেড থানায় অভিযোগের আলোকে পারিবারিক সমস্যা সমাধানর লক্ষ্যে আন্তর্জাতিক মাবাধিকার সংস্থা আইনী সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন উপ-পরিচালক কে এম আলী আকবর নির্দেশে সংস্থার কমিটির ১০ সদস্য বিশিষ্ট টিমের সমন্বয়ে আনিত অভিযোগের সমাধান লক্ষে আইনগত ব্যবস্তা গ্রহণ নেওয়ার সিদ্ধান্ত।
২য় পর্ব

পতেঙ্গা ৪১ নং ওয়ার্ড জমি সংক্রান্ত বিষয় নিয়ে ওয়ার্ড কমিশনার ছালেহ আহম্মেদ চৌধুরীর সু-যোগ্য পুত্র জনাব মো. ওয়াহিদ চৌধুরীর সামাজিক বিচার কার্যলয়ের উপস্থিত বাদি/বিবাদি পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইনী সহায়তা কেন্দ্র ( আসক ) ফাউন্ডেশনের উপ-পরিচালক জনাব মো. কে এম আলী আকবর স্যারের পরিচালনায় ১০ সদস্য বিশিষ্ট টিমের অনুশোচনায় পারিবারিক বিষয় সমাধান।
মানবিক মূল্যবোধ ও ন্যায়ের পক্ষে দাঁড়াতে মানবাধিকার সংস্থায় সদস্য হয়ে আমাদের সঙ্গে পথ চলুন
AINE SOHAYATA KENDRO ASOK FOUNDATION